Logo
Logo
×

সারাদেশ

মাদ্রাসা কমিটির নির্বাচন

বিএনপি নেতার বিরুদ্ধে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

বিএনপি নেতার বিরুদ্ধে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ

বড়াইগ্রামের দাসগ্রাম সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে এক বিএনপি নেতার বাধায় অভিভাবক প্রতিনিধি পদে কেউ মনোনয়নপত্র তুলতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তার লোকজনের বাধার মুখে অভিভাবকরা মনোনয়নপত্র তুলতে পারেননি বলে অভিযোগ করেছেন। 

স্থানীয়রা জানান, তফশিল অনুযায়ী আগামী ২৫ মার্চ দাসগ্রাম সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন। বুধবার ছিল অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়নপত্র তোলার শেষ দিন। গত কয়েক দিন থেকেই অভিভাবকরা মাদ্রাসায় গেলেও অজানা কারণে মনোনয়নপত্র নেই বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। 

মঙ্গলবার অভিভাবকরা বিষয়টি মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌসকে জানালে তিনি মনোনয়নপত্র দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ দেন। কিন্তু বুধবার সকাল থেকেই চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তার ছোট ভাই সাইদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মী মাদ্রাসা গেটে পাহারা বসায় যাতে কেউ মাদ্রাসায় ঢুকতে না পারে। এতে কেউ মনোনয়নপত্র তুলতে পারেননি। 

এ ব্যাপারে ছাত্র অভিভাবক আতিয়ার রহমান ও মনিরুল ইসলাম মজনু জানান, আমরা মনোনয়নপত্র কিনতে গিয়েছিলাম; কিন্তু হাবিবুর ও তার লোকজন মাদ্রাসা গেটে বসে থেকে কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। এ কারণে আমরা মনোনয়ন পত্র তুলতে পারিনি। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হযরত আলী বলেন, আমার কাছে মনোনয়নপত্র নিতে কেউ আসেননি। মাদ্রাসার ভেতরে কোনো সমস্যা নাই, তবে বাইরে রাস্তায় কি হচ্ছে আমি জানি না। বাইরে কিছু হলেও আমার কিছু করার নাই।

চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কাউকে বাধা দেননি বলে দাবি করেন।   

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অভিভাবকদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। সে কারণে মনোনয়ন ফরম তোলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে মাদ্রাসা ছাড়াও আমার দপ্তর থেকে মনোনয়নপত্র তোলার ব্যবস্থা রাখা হয়েছে। 

নাটোর বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম