নবাবগঞ্জে আগুনে পুড়ল ছাপরা, ঘুমিয়ে থাকা শিশু দগ্ধ

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

ঢাকার নবাবগঞ্জে অটোরিকশাচালক আকাশের ছাপরা ঘরে আগুন লেগে আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই বছর বয়সি শিশু আব্দুর রহমান দগ্ধ হয়।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশাচালক আকাশের বড় বোন হেনা আক্তার জানান, বিকাল পৌনে ৩টার দিকে বাড়ির উঠানে বসে গল্প করছিলাম। ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল দুই বছর বয়সি শিশু আব্দুর রহমান। ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পেয়ে চিৎকার করি। শিশু আব্দুর রহমানকে দগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ছাপরা ঘরসহ মালামাল পুড়ে যায়। আগুনে প্রতিবেশী মামুন ও বিমলা বেগমের ঘরও ক্ষতিগ্রস্ত হয়।
দগ্ধ শিশু আব্দুর রহমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন।
প্রতিবেশী আব্দুল জলিল জানান, অটোরিকশা চালিয়ে কোনোরকমে সংসার চলত। এই ছাপরা ঘরটিই পরিবারটির সম্বল ছিল। সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তার ওপর শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে। ওর চিকিৎসা ব্যয় কিভাবে বহন করবে পরিবারটি? নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামকে এ বিষয়ে জানানো হয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় লিখিত আবেদন করতে বলেছেন।
দোহার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. লিটন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।