Logo
Logo
×

সারাদেশ

জুয়ার টাকা সংগ্রহ করতেই সহকর্মীকে হত্যা করে দুই বন্ধু

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

জুয়ার টাকা সংগ্রহ করতেই সহকর্মীকে হত্যা করে দুই বন্ধু

জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে দুই বন্ধু মিলে হত্যা করে তাদেরই সহকর্মীকে। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নিহতের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন।

গত ১১ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ ফেব্রুয়ারি সকালে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় সাইজিং মিল শ্রমিকের নিথর মরদেহ।

বুধবার দুপুরে এমনই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই মাস আগে চাকরি হারায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে তারা।

গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তিভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাওয়ার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করে।

সদর থানায় নিহতের বড় ভাইয়ের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পিবিআই। পরদিনই ফরহাদকে গ্রেফতার করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মূল হোতা বিল্লাল মিয়া ওরফে রনি। দীর্ঘদিন পর্যবেক্ষণের তাকে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিহতের ব্যবহৃত বাইসাইকেল মাত্র ৯শ এবং মোবাইল ফোনটি দেড় হাজার টাকায় বিক্রি করে তারা। এছাড়া পূর্ব থেকেই এরশাদের বিকাশের পাসওয়ার্ড জানতে পারায় তার বিকাশে থাকা সাড়ে ৬ হাজার টাকা উত্তোলন করে। এ ঘটনায় অপরাধী দুজনেই তাদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম