Logo
Logo
×

সারাদেশ

শিশুদের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৭

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

শিশুদের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৭

 

নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চামটা গ্রামের সেলিম হোসেন (৩২), রেহেনা বেগম (৪০), অফলা বেগম (২৫), শরী খাতুন (৬৫), নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামাণিক (৬০), জহুরা বেগম (৫৫), ফজলু প্রামাণিক (৩৫), নাসিমা বেগম (২৫), সোনা খাতুন (৫৫), শুক চাঁদ মিয়া (৪০), মতিন খাঁ (৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) ও রাইদুল হোসেন (১৭)।

জানা গেছে, গত মঙ্গলবার বিকালে চামটা মৎস্যজীবীপাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুনের (১২) মধ্যে মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করেন; কিন্তু নদী বাড়িতে গিয়ে তাকে মারপিট করা হয়েছে বলে জানায়।

বুধবার সকালে বাজারে যাওয়ার সময় নাসিমা বেগমকে নদীর বাবা মতিন খাঁ ও তার লোকজন মারপিট করে। পরে খবর পেয়ে নাসিমা বেগমের স্বজনরা তাকে উদ্ধারে এগিয়ে এলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম