
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম
ইটভাটা ভাঙার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ, ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করার হুমকি

রংপুর ব্যুরো
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম

আরও পড়ুন
রংপুরে ইটভাটা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে ও মোবাইল কোর্ট পরিচালনা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
বুধবার দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মাঠে ভাটা মালিক ও শ্রমিকরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
এ সময় ইটভাটা মালিক সমিতির সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তৃব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, সহসভাপতি মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল কাফী প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসকের দপ্তর থেকে ইটভাটাগুলোতে পরিবেশ রক্ষায় যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তা বন্ধের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন মোবাইল কোর্টের পুনরাবৃত্তি ঘটলে ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরচালনাকারীদের অবরুদ্ধ করে রাখা হবে।
এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, আপনাদের একটা স্মারকলিপি পেয়েছি। আজকের মধ্যেই উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠিয়ে দিব। আপনারা জানেন,এগুলো সেন্ট্রাল গভর্মেন্টের সিদ্ধান্ত, সেখান থেকে সিদ্ধান্ত আসলে আমরা আমাদের মতো করে কাজ করার চেষ্টা করব।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, আমরা যে মোবাইল কোর্ট পরিচালনা করি তা সরকার ও উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ রক্ষার জন্য করা হয়। বৈধভাবে নিয়মনীতি রক্ষা করে যেসব ইটভাটা রয়েছে সেগুলোতে মোবাইল কোর্ট চালানো হয় না। যারা অবৈধভাবে ইটভাটা করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এটি কারো ইচ্ছায় বা অনিচ্ছায় করা হয় না।