Logo
Logo
×

সারাদেশ

আনোয়ারায় গলাকাটা ৬৯৭ পাখিসহ তিনজন গ্রেফতার

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম

আনোয়ারায় গলাকাটা ৬৯৭ পাখিসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৬৯৭টি গলাকাটা পাখি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় একটি  অটোরিকশা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলো ছৈয়দুল আলম (৬০), ইদ্রিস (৬৫) ও সোহেল (৩০)। 

তারা চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। তাদের কাছে থাকা তিনটি বস্তা থেকে গলাকাটা ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই ও ১৪০টি বাবুই পাখি উদ্ধার হয়েছে। 

পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি কয়েক দিন ধরে আনোয়ারার ইছামতী নদীর আশপাশের এলাকায় থেকে এসব পাখি শিকার করেছেন। এরপর এসব পাখি জবাইয়ের পর তিনটি বস্তায় ভরা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বস্তা তিনটি নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তারা চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম