Logo
Logo
×

সারাদেশ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ছাত্রলীগ নেতা আটক

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) নেত্রকোনা

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:১৯ পিএম

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ছাত্রলীগ নেতা আটক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে বিভিন্নজনের পোস্টে কটূক্তিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ। বুধবার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে ২০২৩ সালে সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামে। তার বাবার নাম সুনীল সাহা। 

জানা গেছে, সুপ্ত সাহা অনিক বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টে কটূক্তি করে মহানবীকে (সা.) অবমাননা করে। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কটূক্তিকারী সুপ্ত সাহা অনিককে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।    

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম