Logo
Logo
×

সারাদেশ

বাবার বাড়ি এসে নববধূর আত্মহত্যা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

বাবার বাড়ি এসে নববধূর আত্মহত্যা

সিলেটের জৈন্তাপুরে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পিতার বাড়িতে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে ওই নববধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মৃত মাসুমা আক্তার (১৯) ১নং নিজপাট ইউনিয়ন হর্নি গ্রামের তাহির আলীর মেয়ে। মঙ্গলবার বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, দেড় মাস আগে পাশের গ্রাম লামনী এলাকার রুবেল আহমদের সঙ্গে বিয়ে হয় তার। রুবেল পেশায় একজন বালু শ্রমিক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে মাসুমা তার বাবার বাড়িতে নাইওর এসেছিলেন। মঙ্গলবার সকালে মাসুমা ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে মা-বাবা পার্শ্ববর্তী শিমখেতে যান। মাসুমার ছোট ভাই বাড়ির উঠানে খেলা করছিল। দুপুরের দিকে সে তার বোনকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম