Logo
Logo
×

সারাদেশ

দুই ভাইয়ের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়াল গ্রামবাসী

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

দুই ভাইয়ের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়াল গ্রামবাসী

ফরিদপুরের ভাঙ্গায় দুই ভাইয়ের ঝামেলায় সংঘর্ষে জড়িয়েছে গ্রামবাসী। সোমবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামে হওয়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- শফিক মাতুব্বর (৫০), সরো মাতুব্বর (৬২), আইয়ুব মাতুব্বার (৫৫), মাসুদ মাতুব্বর (৪২), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতব্বর (১৮), নাগিস বেগম (৩০), মরিয়ম বেগম (৩০), সিদ্দিক শেখ (৫৫), সোহেল (২৪) ও শুকুর আলী (৩৫)। বাকি আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আউড়ামাঠ গ্রামের মামাতো ভাই সুমন ও ফুফাতো ভাই রাব্বি ৬ মাস আগে একটি চাইনিজ কুড়াল আনেন। গত সোমবার রাতে সুমন রাব্বির কাছে চাইনিজ কুড়াল চায়। এতে অপারগতা প্রকাশ করে রাব্বি চাইনিজ কুড়ালটি নিজের বলে দাবি করে। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম