সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
আহতরা হলেন- মিছির আলী, আমেলা আক্তার ও আমির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে মিছির আলীর সঙ্গে একই এলাকার মুজিবুর
রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মিছির আলী তার বাড়ির ময়লা নিষ্কাষণের জন্য
পাইপ বসানোর কাজ শুরু করে। এ সময় মুজিবুর রহমান, শামীম, নাসির ও মাহি আক্তার তাদের
বাধা দেয়। একপর্যায়ে পরিবারটির সদস্যদের ওপর হামলা চালায় তারা। এতে মিছির আলী, আমেলা
আক্তার ও আমির হোসেন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যায়।
এ ঘটনায় আহত আমির হোসেন মঙ্গলবার রাতে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে মুজিবুর রহমান বলেন, ‘তারা আমাদের সম্পত্তি জোরপূর্বক
দখল করে রেখেছে। আমাদের সম্পত্তির ওপর দিয়ে এখন আবার ময়লার পাইপ বসানোর চেষ্টা করছে।
এতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের
জেরে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’