সাভারে চলন্ত বাসে ছিনতাইকারীসহ গ্রেফতার ১০

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত দুই মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস রাজধানী পরিবহণে একদল ছিনতাইকারী প্রকাশ্যে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এর এক মাস আগে সেখানে চলন্ত শুভযাত্রা পরিবহণে একই কায়দায় ছিনতাই করে তারা।
পরে এ ঘটনায় থানায় মামলা হলে মঙ্গলবার ভোররাতে সাভারের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার বার্মিজ চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার চার ছিনতাইকারী হলো- আকাশ মিয়া (২৮), সাইদুল ইসলাম সজিব (২৮), জুয়েল মিয়া (২০), মিরাজ হোসেন (২৫)। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে সাভারের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার পাঁচ ছিনতাইকারী হলো- ইব্রাহিম (২৫), সোহানুর রহমান (২৮), রাজু (২০), আসলাম (২৯), লিটন (২১)।
অপর এক ঘটনায় ডাকাতির অভিযোগে রহমত নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত সাভার ও আশুলিয়াসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানায় ডিবি পুলিশ।