
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৩ এএম
স্বামীর সঙ্গে অভিমান, বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

আরও পড়ুন
সোনাগাজীতে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক গৃহবধূ। বাড়ি থেকে বের হওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছেন তিনি।
এ ঘটনায় দেলোয়ার হোসেন সবুজ (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর আবদুর রব সওদাগর বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরই মধ্যে ভুক্তভোগী ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন সবুজ ও রাজু দুজনই আগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হলেও ৫ আগস্টের পর থেকে এলাকায় যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজি থেকে শুরু করে দখল বাণিজ্যে জড়িয়ে পড়েন।
মামলা ও প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়জীদ আকন যুগান্তরকে জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা দিকে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ধলিয়া হয়ে হেঁটে ফেনীর দিকে যাচ্ছিলেন গৃহবধূ। এমন সময় কয়েকজন বয়োবৃদ্ধ লোক তাকে একা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে তার স্বামীর বাড়িতে চলে যেতে বলেন। একপর্যায়ে স্থানীয় লোকজন গৃহবধূকে বুঝিয়ে শুনিয়ে সোনাগাজীগামী একটি অটোরিকশায় উঠিয়ে দেন। রিকশাচালক তাকে লক্ষ্মীপুর উকিল বাড়ির দরজার রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যান। তখন গৃহবধূ একা হয়ে পড়েন এবং রাস্তাঘাট না চেনার কারণে দীর্ঘক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। সেখান থেকেও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাজুর ব্যাটারিচালিত অটোরিকশায় উঠিয়ে দেয় তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।
এ সময় দেলোয়ার হোসেন সবুজ নামের এক বখাটে তার পিছু নেয়। অটোরিকশাচালক রাজু ও দেলোয়ার কৌশলে মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের লক্ষ্মীপুর গ্রামে থাকা মৎস্য প্রকল্পের পাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি অবহিত করে হাসপাতালে চিকিৎসা নেন।
ওসি আরও জানান, এ ঘটনায় গত ২ মার্চ রাতে ওই গৃহবধূ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পরপরই ডাকবাংলো মোড় এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।