বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আতিকুর রহমান (২২) নামে একজন আহত হন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ২১নং ওয়ার্ডের মালতিনগর খন্দকারপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকালে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এ ব্যাপারে নিহতের বাবা তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। হত্যায় জড়িত সন্দেহে একজনকে থানায় আনা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত পারভেজ বগুড়ার শাজাহানপুর উপজেলার ২১নং ওয়ার্ডের মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী। গুরুতর আহত আতিকুর রহমান একই এলাকার আবদুল হকের ছেলে।
গত ২ মার্চ বিকালে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে পারভেজের হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওই যুবকরা সোমবার ইফতারের পর পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় আতিকুর রহমান তার সঙ্গে ছিলেন।
মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। একপর্যায় পারভেজ ও আতিকুর দৌড় দিলে তাদের পিছু ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। দুর্বৃত্তরা রক্তাক্ত দু’জনকে ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা পারভেজ ও আতিকুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আতিকুরের অবস্থা আশঙ্কাজনক।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, হত্যা ও আহতের ঘটনায় জড়িতরা তার চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের বাবা মঙ্গলবার থানায় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
