
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ এএম
চুরির গরু বহনকারী গাড়ি থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:৫৪ পিএম

আরও পড়ুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় চুরির গরু বহনকারী গাড়ি থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সবুর উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি। সোমবার রাত ১টার দিকে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুর উদ্দিন আকাশী গ্রামের মৃত পন্ডিত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুরের মেয়ে নার্গিস আক্তারের শ্বশুরবাড়ি
পার্শ্ববর্তী দৌলতপুর থানার ঘড়িয়ালা গ্রামে। সোমবার রাতে নার্গিসের বাড়িতে চোরেরা হানা
দেয়। দুটি গরু চুরি করে একটি গাড়ি নিয়ে তিল্লির দিকে নিয়ে যাচ্ছিল চোররা।
বিষয়টি জানতে পেরে সবুর তার ভাই শওকতকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে রাস্তা
বাঁশ দিয়ে বন্ধ করেন। তবে চোররা গাড়ি না থামিয়ে সবুর উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে গুরুত্বর আহত হন এ বৃদ্ধা। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া
হবে। পুলিশ চোর চক্রকে ধরতে তদন্ত শুরু করেছে।’