Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই হ্রদে মিলল জেলের লাশ

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

কাপ্তাই হ্রদে মিলল জেলের লাশ

রাঙামাটির লংগদুর কাপ্তাই হ্রদ থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলা সদরের ঝরনাটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আর মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

উদ্ধারের সময় লাশটির গলায় রশি দিয়ে পেঁচানো বস্তা বাঁধা ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, খুন করা হয়েছে ওই জেলেকে।  তবে পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন তিনি।

মৃত ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হ্রদে মাছ ধরতে যান সাদ্দাম। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পর হ্রদে তার নৌকা ভাসতে দেখলেও তাকে পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে নৌকার আশেপাশে জাল ফেলে খোঁজাখুঁজি করলে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে এটি আত্মহত্যা বলে ধারণা পরিবারের। পুলিশ বলেছে, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

নিহতের ছোট ভাই মোস্তাফিজ বলেন, স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে ও অক্সিজেন দিয়ে অনেক খোঁজাখুঁজি ভাইয়ের লাশ উদ্ধার করি। কিছু দিন আগে ভাইয়ের ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা ধারণা করছি, ভাই আত্মহত্যা করেছেন।

লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম