Logo
Logo
×

সারাদেশ

যুবদল নেতাকে অ্যাডহক কমিটির সভাপতি করার জন্য বিএনপির প্যাডে চিঠি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৫৫ এএম

যুবদল নেতাকে অ্যাডহক কমিটির সভাপতি করার জন্য বিএনপির প্যাডে চিঠি

গাজীপুরে সদর উপজেলায় এক যুবদল নেতাকে মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি করতে ইউনিয়ন বিএনপির প্যাডে চিঠি দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর রয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের। এ ঘটনায় ওই এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। বিষয়টি নিয়ে অখুশি স্থানীয় অনেক বিএনপি নেতাকর্মীও।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশের ন্যায় গাজীপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের জামুনা গ্রামে অবস্থিত জামুনা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি করার জন্য চিঠি দেয় ইউনিয়ন বিএনপি। তাকে মনোনয়ন দিয়ে ওই ইউনিয়নের বিএনপির সভাপতি অ্যাডভোকেট ছোলেমান মোল্লা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিষয়টি নিয়ে জানাজানি হলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির নেতা ও জামুনা গ্রামের বাসিন্দা মো. ওসমান আলী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, যুববিষয়ক সম্পাদক মাসুদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদসহ বিএনপির নেতাকর্মীরা। এসব বিতর্কিত কর্মকাণ্ড করে দলীয় ভাবমূর্তি নষ্ট না করার জন্য অনুরোধ জানান তারা।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লী ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাখার জন্য দলীয় প্যাডে কাউকে মনোনয়ন দেওয়ার মতো বিষয় আছে বলে আমাদের জানা নেই। কেউ দিয়ে থাকেন তারা সঠিক কাজ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম