Logo
Logo
×

সারাদেশ

নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম  রূপসী চাকমা (২৬)। সোমবার সকালে দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেনি।

ভিডিওতে দেখা যায়, রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাদ ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছে। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যায়। এ সময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জসীম উদ্দিন জানিয়েছেন, সকালে দুইটি আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ নিয়ে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম