Logo
Logo
×

সারাদেশ

সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার সাঁটানো যুবকসহ গ্রেফতার ১৫

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম

সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার সাঁটানো যুবকসহ গ্রেফতার ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার সাঁটানো যুবকসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতভর ‘ডেভিল হান্ট’ অভিযানে পৌরশহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার সাঁটানো যুবক রয়েছেন।

তাদের মধ্যে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামালকে শহরের লাল বাজারের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি দাবি করে পোস্টার সাঁটানোর কারণে রাজিব ভূঁইয়া নামে এক যুবককে উপজেলার দক্ষিণ ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতভর  ‘ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ জন আসামি এবং শহরের ভূঁইয়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে পতিতাসহ ৪ খদ্দেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম