Logo
Logo
×

সারাদেশ

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল মুরগি বিক্রেতার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল মুরগি বিক্রেতার

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা রাস্তার মাথায় মুরগি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাথি ও কিল-ঘুসির আঘাতে দিদারুল আহম্মদ নামক একজনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে বলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাহের জানিয়েছেন।

নিহত দিদারুল আহম্মদ (৫৫) টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত আব্দুর সুবাহানের ছেলে। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

এসআই মোজাহের বলেন, দিদারুলের কাছ থেকে হোয়াইক্যং উলুবুনিয়া এলাকার বাসিন্দা মো. আবুল হাসেম বাকিতে মুরগি কেনেন। সোমবার দুপুরে মনিরঘোনা রাস্তার মাথায় তাকে দেখতে পেলেই দিদারুল আহম্মদ পাওনা টাকা চান।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দিদারুলের বুকে লাথি, কিল-ঘুসি মারেন। এতে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পালংখালী এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম