Logo
Logo
×

সারাদেশ

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

নেত্রকোনার মোহনগঞ্জে পূর্বশত্রুতায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাত ৮টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ হত্যার ঘটনা ঘটে।

আটকরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার সবুজ মাস্টারের ছেলে  রাফি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া।

নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকায় আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী।

এদিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা নিহত রাব্বিকে ছাত্রদল কর্মী দাবি করেছে। তারা রাব্বির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি।  চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে মমেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টার দিকে মমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।

 

তিনি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম