Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে এতিম-সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী বিএনপি নেতার ইফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:১২ পিএম

গাজীপুরে এতিম-সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী বিএনপি নেতার ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

রমজানের দ্বিতীয় দিন সোমবার গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করে মহানগরীর প্রায় দুই হাজার লোকের জন্য ইফতারির আয়োজন করা হয়। রমজান মাসে প্রতিদিন এ আয়োজন থাকবে।

লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক এমএ মান্নানের জন্য দোয়া মাহফিল উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মান্নানপুত্র এম মঞ্জুরুল করিম রনি।

ইফতার মাহফিলে বিএনপি নেতা অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, যুবদল নেতা মাহমুদ হাসান রাজু, ছাত্রদল নেতা রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম