Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে গুলি চালানো মামলার আসামি রিয়াদ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে গুলি চালানো মামলার আসামি রিয়াদ গ্রেফতার

সাভারের আশুলিয়ায় ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি রিয়াদ মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি সম্প্রতি সাভারের দক্ষিণ বাইপাইল এলাকার মোমিনুল হত্যাসহ গার্মেন্টস ঝুট দখল নিয়ে গোলাগুলি, চাঁদাবাজির একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

সোমবার দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন নিশ্চিত করে জানান, আজ ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে র‌্যাবের সহায়তায় এসআই সোহেল আল মামুন তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে রিয়াদ মোল্লাসহ বিভিন্ন মামলায় আরও দুইজনকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ কার্যক্রমে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় আশুলিয়া থানা পুলিশ। 

গ্রেফতারকৃত রিয়াদ মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম