Logo
Logo
×

সারাদেশ

মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামে সংঘর্ষ, আহত ১৫

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম

মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামে সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীর শোলাকুড়ায় সালিশি বৈঠকে পক্ষপাতিত্বের জেরে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিএনপি নেতাসহ ১৫ জন আহত এবং ৭০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

এ ঘটনার ছবি তোলার সময় যুগান্তরের কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদের মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। 

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, আলামিন তালুকদার, শফিকুল ইসলাম শরীফ, তানভীর হোসেন, মোবারক, বিপ্লব, শহিদুল ইসলাম, জাহান, আব্দুল মালেক, শাহিনুর ইসলাম, আমির হোসেন, জয়নাল, আশরাফুল আলম, মেহেদী হাসান ও আবু বকর।

জানা যায়, শুক্রবার উপজেলার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার মুলিয়া গ্রামে সালিশি বৈঠক বসে। উপজেলা বিএনপি নেতা শুকুর বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন। 

সালিশে তার পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে শুকুর গুরুতর আহত হন। এ খবর তার নিজ গ্রাম সহদেবপুর পৌঁছলে তারাও এসে ওই সংঘর্ষে লিপ্ত হয়। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম