Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম

চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে গরুর মাংস ৭০০ টাকা কেজি, প্রতিটি ডিম ৯.৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এছাড়া ৭০ টাকা লিটারে দুধ বিক্রি হবে।

কম দামে ডিম ও মাংস ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ হা ম শামিমুজ্জামানসহ প্রাণিসম্পদের কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম