Logo
Logo
×

সারাদেশ

‘চোর’ অ্যাখ্যা দিয়ে দুচোখ তুলে নিল গ্রামবাসী

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

‘চোর’ অ্যাখ্যা দিয়ে দুচোখ তুলে নিল গ্রামবাসী

ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে একজনের দুচোখ তুলে ফেলেছে স্থানীয়রা। রোববার (২ মার্চ) দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় গ্রামপুলিশ সোরহাব হোসেন শাহাজাহানকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত শাহাজাহান ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘ছিডু চোরার’ ছেলে।

স্থানীয়রা জানান, শাহাজাহানের পরিবার আগে থেকেই চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। তার বাবা ছিডু ছিলেন পেশাদার চোর। আর শাহাজাহান ভোলার দক্ষিণাঞ্চলজুড়ে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি হয়। 

তারা আরও বলছেন, রোববার সকালে শাহাজাহানকে চর আরকলমী গ্রামের নিজের বাড়িতে দেখতে পেয়ে ধাওয়া করে স্থানীয়রা। পরে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করে। এরপর বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে দুই চোখ তুলে ফেলা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ সোরহাব স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা মো. সাকিব বলেন, শাহাজাহান পেশাদার চোর এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই এবং চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।

তবে শাহাজাহানের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করছেন, সন্দেহজনকভাবে তাকে তুলে নিয়ে মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো সাকিব এবং তার দলবল মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে। এছাড়া চাকু দিয়ে খুঁচিয়ে দুচোখ তুলে ফেলেছে। 

চরফ্যাশন হাসপাতালে জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, শাহাজাহানের হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম