Logo
Logo
×

সারাদেশ

বরিশাল শিক্ষাবোর্ড দুই কর্মকর্তার যোগদান নিয়ে উত্তেজনা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:১১ এএম

বরিশাল শিক্ষাবোর্ড দুই কর্মকর্তার যোগদান নিয়ে উত্তেজনা

বরিশাল শিক্ষাবোর্ডে পদায়ন করা দুই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যোগদানে বাধা দিয়েছে বোর্ডের কর্মচারী সংঘের নেতাকর্মীরা। এ সময় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকীর কক্ষে তার উপস্থিতিতে ঘণ্টাব্যাপী দুপক্ষকে উচ্চবাচ্য করতে দেখা গেছে। 

রোববার দুপুরে বরিশাল শিক্ষাবোর্ডে এ ঘটনা ঘটে। পরে অভিযোগকারীরা সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হলে যোগদান করেন ওই দুই কর্মকর্তা।

এর আগে দুপুুরে শিক্ষাবোর্ডে নতুন পদায়ন হওয়া উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ যোগদান করতে আসেন। এ সময় তাদের কক্ষ তালাবদ্ধ করে বিক্ষোভ মিছিল করে কর্মচারীরা। 

বরিশাল শিক্ষাবোর্ড কর্মচারী সংঘ সভাপতি শহিদুল ইসলাম বলেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর করে দেওয়া বিএম কলেজ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। অপরদিকে উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ আওয়ামীপন্থি স্বাধীনতা শিক্ষক সমিতির নেতা ছিলেন। 

কামরুজ্জামান কামাল ও হাসান মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ পদ দুটিতে নিয়োগ চান। এ নিয়েই মূলত দ্বন্দ্ব। আমাদের দুজনকে আওয়ামী লীগের ‘দোসর’ বলা হয়েছে। তদন্ত করে যদি এমন প্রমাণ পায়, তবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি আমরা।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষাবোর্ডে যাদের বদলি অথবা নিয়োগ দেওয়া হয় তাদের সবাইকে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তদন্তের পর চূড়ান্ত করা হয়। বোর্ডের কর্মচারীদের তদ্বির না মানলেই যাকে-তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম