Logo
Logo
×

সারাদেশ

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড, ১৮ বছর পর স্বামী গ্রেফতার

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড, ১৮ বছর পর স্বামী গ্রেফতার

নীলফামারীতে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কাশেম নামের এক পলাতক আসামিকে ১৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় শনিবার রাতে গাজীপুর থেকে তাকে আটক করা হয়।

আবুল কাশেম (৬০) জেলা শহরের বাড়ইপাড়া এলাকার মৃত আলীজানের ছেলে।

জানা যায়, ২০০৭ সালে কাশেম তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই থেকে কাশেম পলাতক ছিলেন।

নীলফামারী থানার ওসি এমআর সাঈদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক ওই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম