Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, পথচারী গুলিবিদ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, পথচারী গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তারাব পৌরসভা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে তারাব পৌরসভার কর্নগোপ এলাকায়।

যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী শুটার রিয়াজ দীর্ঘদিন ধরে তার কাছে একটি গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার রাত ৯টার দিকে রিয়াজের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় তার বাড়ি দিয়ে যাওয়ার সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়। পরে আহত জাফর আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শুটার রিয়াজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে চাঁদাবাজি ও গুলির ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, আমি ব্যক্তিগতভাবে সফিককে চিনি না। তার সঙ্গে আমার কোনোদিন যোগাযোগ হয়নি। আমাকে হয়রানি করতে তিনি অপপ্রচার চালাচ্ছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, তারাব পৌর যুবদল নেতা শফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম