Logo
Logo
×

সারাদেশ

পরিবারের সঙ্গে ইফতার শেষে কিশোরীর আত্মহত্যা

Icon

টঙ্গী পূর্ব ও টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

পরিবারের সঙ্গে ইফতার শেষে কিশোরীর আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে পরিবারের সঙ্গে ইফতার শেষে তারা মনি (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় স্থানীয় মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহননকারী কিশোরী জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতোলা গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পারিবারিক নানা বিষয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ভাই সিরাজ জানান, পরিবারের লোকজন নিয়ে মরকুন টেকপাড়া এলাকার লিটনের বাড়িতে ভাড়া থাকেন। রোববার প্রথম রোজার দিন ইফতারের সময় পরিবারের সবাই একসঙ্গে ইফতার করি। পরে আমরা নিচে নেমে গেলে সন্ধ্যা ৭টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তারা মনি। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তারা মনিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারো সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্কের জেরে এমনটা ঘটতে পারে বলেও তিনি জানান।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক (এসআই) মো. মাহাবুব যুগান্তরকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম