Logo
Logo
×

সারাদেশ

অতিরিক্ত মুনাফাকারীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা যশোর চেম্বারের

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম

অতিরিক্ত মুনাফাকারীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা যশোর চেম্বারের

রমজান মাসে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছেন যশোর চেম্বার অব কমার্সের নেতারা। রোববার দুপুরে চেম্বার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে দুটি কমিটি ঘোষণাও করেছেন তারা।

নেতারা জানান, বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে, তার সঙ্গে থাকবেন তারা।

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক, সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে এবং নকল, ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে। মূল্য তালিকা প্রদর্শন করা এবং অতিরিক্ত মুনাফা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ নির্দেশনা না মেনে অপরাধ করলে ভ্রাম্যমাণ আদালত কোন আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন তার দায়ভার নেবে না বলেও হুঁশিয়ারি দেন মিজানুর রহমান খান।

তিনি আরও বলেন, ভোক্তাদের প্রত্যাশা পূরণে রমজানে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। তাদের কোনো অপকর্মের জন্য চেম্বার বা কোনো ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের সমর্থন দেবে না। বরং আইনে যে শাস্তি আছে সেটার পক্ষে আমাদের অবস্থান থাকবে। পাশাপাশি প্রশাসন বা টাস্কফোর্সের অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু প্রমুখ।

এদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান ও সহ-সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে পৃথক দুটি বাজার মনিটারিং টিম গঠন করা হয়েছে। যশোরের সব ব্যবসায়ী সেক্টরের একজন করে প্রতিনিধিদের প্রতিনিধি নিয়ে গঠিত টিম দুটি জেলার বিভিন্ন উপজেলায় বাজার মনিটারিং করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাহিদ হাসান টুকুনকে আহ্বায়ক করে মনিটরিং ১৫ সদস্যের টিম-১ সদস্যরা হলেন- গোলাম রেজা দুলু, কাশেদুজ্জামান সেলিম, এসএম সাইফুল ইসলাম লিটন, শাহিনুর হোসেন ঠাণ্ডু, সাকির আলী, এমএ আকসাদ সিদ্দিকি শৈবল, মুস্তাক আহম্মেদ, শফিকুর রহমান আজাদ, নেছার আহম্মেদ মুন্না, দেলোয়ার হোসেন দিলসান, শহিদুল ইসলাম, শাহারুল আলম জনি, রাজা হোসেন রাজা, সিরাজুল ইসলাম।

তানভীরুল ইসলাম সোহানকে আহ্বায়ক করে ১৫ সদস্যের টিম-২ সদস্যরা হলেন- এজাজ উদ্দিন টিপু, সৈয়দ শাহজাহান আলী খোকন, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, রেজাউল করিম, তন্ময় সাহা, রাশেদ আব্বাস রাজ, রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, বিশ্বনাথ দত্ত, সাব্বির হোসেন মিঠু, আনোয়ার হোসেন, খায়রুজ্জামান সুজন, মফিদুল হক রাজু, ইমদাদুল হক সাবু, রাফিউল আলম বাবু, রাম পোদ্দার।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম