Logo
Logo
×

সারাদেশ

আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইউরিয়া সার উৎপাদন

Icon

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম

আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইউরিয়া সার উৎপাদন

আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। উৎপাদন শুরুর মাত্র ৩৮ দিনের মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

বছরের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রিলড ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় শনিবার গভীর রাতে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রবীর নাথ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা কলতে রাজি হননি। তবে কারখানার সিবিএর সাধারণ সম্পাদক আবু কাউসার গ্যাস সংকটের কথা স্বীকার করে বলেন, কারখানাটি অনেক পরিশ্রমের ফলে সার উৎপাদন শুরু করতে পেরেছিলাম। গ্যাস সংকটের কারণে আবারও কাখানার সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম