Logo
Logo
×

সারাদেশ

কিস্তির টাকা না পেয়ে ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

কিস্তির টাকা না পেয়ে ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

দুই দিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেছেন রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মী। রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন তিনি। 

ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, তিনি হাদির মোড়ে সবজি বিক্রি করেন। এর জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছেন। সম্প্রতি দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পেয়েছেন। সবজি বিক্রি করতে পারছেন না। ফলে দুটি কিস্তি দিতে পারেননি। তাই তার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।

তিনি জানান, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলেন। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে তার বাড়িতে আসেন। তাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি তার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি তিনি আধাআধি হিসেবে পুষতেন।

রোববার দুপুর ১২টার দিকে ওই সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ছাগল ফেরত নিতে ফাতেমা ও রিসা বেগমও সংস্থার কার্যালয়ের সামনে এসেছেন। 

পরে সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর, রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন। এ সময় রিসা বলেন, ‘সুদ খাওয়ার কারবার করছেন তো, আল্লাহই দিবে’। 

স্থানীয়রা জানান, সংস্থাটি দুই বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। 

রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম