Logo
Logo
×

সারাদেশ

রামেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

রামেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন মো. বাচ্চু মিয়া (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে রামেকের ৩২নং ওয়ার্ডে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। 

নিহত বাচ্চু রাজশাহীর চারঘাট উপজেলার হাক ঝিকরা গ্রামের মৃত আবু বক্করের ছেলে। 

সম্প্রতি চারঘাট থানা পুলিশ তাকে আটকের পর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। 

রামেক জরুরি বিভাগের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. শংকর কুমার বিশ্বাস জানান, রোববার সকালে কারাগারে বুকে তীব্র ব্যথা অনুভব করেন বাচ্চু। কারা কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে তাকে রামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে দুপুরে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। 

তিনি আরও জানান, বাচ্চু মিয়ার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত এবং পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি আরএমপির রাজপাড়া থানা ও রাজশাহী কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম