Logo
Logo
×

সারাদেশ

শাল্লায় ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:০৫ এএম

শাল্লায় ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে ঘোষণা দিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সরকারি খাস জমি দখল ও আধিপত্য নিয়ে শ্রীমাইল গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আফজল ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।এর জেরে দুপক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। ঘটেছে হতাহতের ঘটনাও। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।

দুদিন আগ থেকেই আফজল মিয়ার গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্রাদি নিয়ে মারামারি করার জন্য ভাড়াটিয়া লোক এনে জমায়েত করে। এ নিয়ে ঘোষণাও দেন আফজল মিয়া। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তা সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচার করে এবং থানা পুলিশকে অবগত করে।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে আফজল গ্রুপ ডালিম গ্রুপের ওপর হামলা চালায়। সংঘর্ষে ডালিম গ্রুপ টিকতে না পেরে পালিয়ে যায়। এ সুযোগে আফজল গ্রুপ ডালিম গ্রুপের অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়। সেনা সদস্যরাও ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম