Logo
Logo
×

সারাদেশ

রমজানে হোটেল বন্ধ ও বাজার নিয়ন্ত্রণের আহ্বান হেফাজতের

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৯:০৯ পিএম

রমজানে হোটেল বন্ধ ও বাজার নিয়ন্ত্রণের আহ্বান হেফাজতের

কুরআন নাজিলের মাসে সব অপকর্ম বন্ধ রাখার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘সুদ, ঘুস, জিনা ও ব্যভিচার প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অশ্লীলতা, বেহায়াপনা ও পর্নোগ্রাফি বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার সন্ধ্যায় সংগঠনটির অফিস সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন সাজিদুর রহমান।

দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের কষ্ট লাঘব এবং রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাসজুড়ে বাজার মনিটরিংয়ের আহ্বান জানান তিনি।

হেফাজত মহাসচিব গাজা, সুদান, সাহেলসহ বিশ্বের মজলুম মুসলিম জনগোষ্ঠীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। চলুন এই পবিত্র মাসে আমরা মানবিক হই এবং ন্যায় ও শান্তির পৃথিবী গড়তে একসঙ্গে এগিয়ে চলি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম