Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম

কুড়িগ্রামে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

আলোচনা সভা, বিশিষ্টজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে কুড়িগ্রামে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা কমিটিসহ বিভিন্ন সংগঠন এ সময় যুগান্তর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানায়।

যুগান্তর স্বজন সমাবেশের কুড়িগ্রাম সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান যুগান্তরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।  

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, বিশেষ পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জেলা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান, শ্রী রামকৃষ্ণ মিশন কুড়িগ্রামের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্কাউট ব্যক্তিত্ব সামিউল হক নান্টু, সাবেক সভাপতি সফি খান, সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, একরামুল হক সম্রাট, মিজানুর রহমান মিন্টু, তৌহিদুল ইসলাম ঠাণ্ডা বকসী প্রমুখ।

এ সময় প্রবীণ সাংবাদিক কুড়িগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি ও ভাষা সৈনিক সামিউল হক নান্টুকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, নাগেশ্বরী প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, চিলমারী প্রতিনিধি গোলাম মাহবুব, রৌমারী প্রতিনিধি এসএম সাদিক হোসেন, উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ, ভুরুঙ্গামারী প্রতিনিধি আরমান হোসেনকে যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘নতুন পানিতে সফর এবার’ যুগান্তরের এ স্লোগানকে সামনে এগিয়ে নিতে বঞ্চনা ও বৈষম্য দূর করার আন্দোলন কুড়িগ্রাম থেকে আমরা শুরু করব। 

তিনি এ যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কুড়িগ্রামের কৃতি সন্তান কবি আব্দুল হাই শিকদার যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগান্তর গণমানুষের কথা বলে। সব ধরণের সংবাদ পরিবেশন করে ব্যতিক্রমধর্মী সংবাদপত্র হিসেবে নিজস্ব স্থান তৈরি করেছে। সব আন্দোলন সংগ্রামকে তুলে ধরে সব শ্রেণির মানুষের হৃদয় দখল করতে সক্ষম হয়েছে। তারা যুগান্তরের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও সফলতা কামনা করেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে একটি বিশাল আকারের কেক কাটা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম