Logo
Logo
×

সারাদেশ

সড়কে গাছ ফেলে গাড়িতে ডাকাতি

Icon

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম

সড়কে গাছ ফেলে গাড়িতে ডাকাতি

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে তিন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, অন্তত ৩০টি যানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ২টার দিকে পাবনা-সাঁথিয়া মহাসড়কের তলট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঁথিয়া থানা পুলিশ জানিয়েছে, করমজা ইউনিয়নের তলট বাজারের ৫০০ গজ পশ্চিমে সাঁথিয়া-বেড়া সড়কে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। রাস্তার পাশের গাছ কেটে তা সড়কে ফেলে যানের গতিরোধ করে ডাকাতরা।

এ সময় একটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ডাকাতি করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে আরও বলা হয়, সাদা রঙের হাইয়েস গাড়িতে প্রবাসী শরিফুল ইসলামের পরিবার ছিল। দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সাত ভরি ১৪ আনা সোনা, ল্যাপটপ, আইপ্যাড, বৈদিশিক মুদ্রাসহ বিভিন্ন দামি জিনিস নিয়ে যায় ডাকাত দল। এছাড়া একটি অটোরিকশা ও মোটরসাইকেলের গতিরোধ করে দুই চালকের মোবাইল নিয়ে যায় ডাকাতরা।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। তদের দাবি, কমপক্ষে এক ঘণ্টা ধরে ডাকাতরা অন্তত ৩০টি গাড়িতে তাণ্ডব চালিয়েছে। গাড়ির গেট খুলতে দেরি করায় বেশ কয়েকটি গাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে। বাধা দেওয়ায় ডাকাতের আক্রমণে যাত্রী এবং পরিবহণ শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গাড়িতে থাকা লোকদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা। 

ডাকাতের কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামি বক্তা তার ফেসবুকে দেওয়া ভিডিওতে ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গাড়িতে ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। যাত্রীদেরও জিম্মি করে সব লুট করে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত করবেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। 

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান শনিবার দুপুর ১টার দিকে ডাকাতির ঘটনা স্বীকার করে যুগান্তর বলেন, ৩ থেকে ৪টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম