Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট, গ্রেফতার ১

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম

প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট, গ্রেফতার ১

নোয়াখালীর সদর উপজেলায় দিন দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত সদর উপজেলায় কাদির-হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে।

ভুক্তভোগীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলা হতে পারে এমন আভাসে থানায় বিষয়টি জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এ প্রবাসীর। 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নুরুল আফসার সুমনের (৪৫) সঙ্গে একই এলাকার আলমগীর (৩৫) ও তার ভাই জাহাঙ্গীরের (৩৭) বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিবার সালিশ বৈঠকও হয়।  তবে এর সুরাহা হয়নি।

গত কয়েকদিন আগে আলমগীর একটি মামলায় জামিনে কারাগার থেকে বের হয়।  এরপর থেকে সুমনকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন তিনি।

শুক্রবার বিকাল ৫টার দিকে আলমগীর ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬ থেকে ৭টি মাইক্রোবাসযোগে অর্ধশতাধিক সন্ত্রাসী সুমনের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরের গেট ভেঙে ঘরে প্রবেশ করে সুমনের স্ত্রী, শাশুড়িসহ পরিবারের অন্যান্য নারী সদস্যদের মারধর করে। এ সময় প্রাণ ভয়ে তারা ঘর থেকে বেরিয়ে যান।

পরে সন্ত্রাসীরা ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করে সব মালপত্র ভেঙে ফেলে। নগদ টাকা, স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা ঘরের খাট, লেপ, তোষক, সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, হাড়ি পাতিলসহ মালামাল ঘর থেকে বের করে পাশের পুকুরে ও সড়কে ফেলে দিয়ে যায়।

প্রবাসী সুমন বলেন, ‘আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। অপকর্মের দায়ে তিনি জেল খাটে। জেল থেকে বের হয়ে আমাকে বার বার হুমকি দিয়ে আসছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়ে রেখেছিলাম। কিন্ত তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেনি বলেই আজ আমাদের সবকিছু শেষ হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘আমার ২২ বছরের প্রবাস জীবনের সকল আয় উপার্জন শেষ হয়ে গেছে। সন্ত্রসীরা ৩৬ ভরি স্বর্ণ, সাত লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’

অভিযোগের বিষয়ে জানতে জাহাঙ্গীর ও আলমগীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে । ওই মামলায় আটককৃতকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের আসামিকে আদালতে তোলা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম