Logo
Logo
×

সারাদেশ

সাহসী সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর জনপ্রিয়তা অর্জন করেছে

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সিংগাইর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

সাহসী সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর জনপ্রিয়তা অর্জন করেছে

দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে তার বর্ণাঢ্যময় কর্মজীবন নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শুক্রবার বাদ জুমা সিংগাইর মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বক্তারা বলেন, নিরপেক্ষতা বজায় রেখে যুগান্তর সব সময় সাহসী সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর পাঠকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। দৈনিকটি বরাবরই অন্যায়ের সঙ্গে আপস করেনি। সাদাকে সাদা ও কালোকে কালো বলার বলিষ্ঠ সাহস রাখে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগান্তরের মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, সিংগাইর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, মধ্য চারিগ্রাম ঈদগাহের সভাপতি মনতাজ উদ্দিন, মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি সালাউদ্দিন রব, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, মধ্য চারিগ্রাম হিলফুল ফুজুল ইসলামী তরুণ সংঘের সভাপতি মো. আরিফ হোসেন, মধ্য চারিগ্রাম হিলফুল ফুজুল ইসলামী তরুণ সংঘ ও অফিসার  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্মকর্তা মো. রাজিব হোসেন  প্রমুখ।

দোয়া মহফিল শেষে স্থানীয় মুসল্লিসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম