Logo
Logo
×

সারাদেশ

বাঁশখালীতে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

বাঁশখালীতে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে আবু ছিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তার লাশ পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেন স্থানীয় জনগণ।

নিহত আবু ছিদ্দিক উপজেলার পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা। তিনি দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুইছড়ি পূর্ব পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আবু ছিদ্দিক। স্থানীয়রা খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে আসেন।

এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব পুইছড়ি এলাকার আবু ছিদ্দিক নামে এক ব্যক্তি পাহাড়ে কাঠ কাটতে গিয়ে হাতির হামলায় নিহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম