Logo
Logo
×

সারাদেশ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পিছু ছাড়ছে না: দুলু

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পিছু ছাড়ছে না: দুলু

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের পরেও এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পিছু ছাড়ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, আগামী দিনের জন্য যাতে গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে পাড়ি- সেজন্য শপথ নিতে হবে আমাদের।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা এখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে স্বপ্ন তা বিনষ্ট হবে।

বিএনপির জাতীয় কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লড়াই সংগ্রাম করে যেতে হবে। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম প্রমুখ।

এ টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি দল অংশগ্রহণ করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম