Logo
Logo
×

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বিএনপির ফেস্টুন ফেলে দেওয়ায় মানসিক প্রতিবন্ধীকে মারধর

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

টুঙ্গিপাড়ায় বিএনপির ফেস্টুন ফেলে দেওয়ায় মানসিক প্রতিবন্ধীকে মারধর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ফেস্টুন ফেলে দেওয়ায় এক মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতির ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজারে এ ঘটনা ঘটে।

যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তবে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

অভিযুক্ত শাহ কারিম মোল্যা টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যার ভাই।

জানা গেছে, গত সোমবার গোপালগঞ্জে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার এলাকার মহাসড়কের পাশে ব্যানার ও ফেস্টুন টাঙ্গায় উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। তখন বিএনপির একটা ফেস্টুন সামনে বাধায় সেটা ফেলে দেয়। এটা দেখেই ক্ষিপ্ত হয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যার ভাই শাহ কারিম মোল্যা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দৌড়ে গিয়ে মারধর করেন।

এ ব্যাপারে শাহ কারিম মোল্যার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন মোল্যা বলেন, সমাবেশে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। কিন্তু এত দিনে কেউ ফেস্টুন না সরালেও ওই ব্যক্তি ফেলে দেয়। এ সময় তাকে মানা করলেও না শোনায় আমার ভাই শাহ কারিম মোল্যা তাকে মারধর করেছে। আমার মনে হয় তাকে উস্কে দিয়ে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে বলতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম