Logo
Logo
×

সারাদেশ

ড্রাম থেকে চাল আনতে গিয়ে গৃহবধূর মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

ড্রাম থেকে চাল আনতে গিয়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামে ড্রাম থেকে চাল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

নিহতের পরিবার জানান, ঘরের সুইচ বোর্ড থেকে বিদ্যুতের তার টিনের বেড়ায় লেগেছিল। বেড়ার লাগোয়া চালের ড্রাম থেকে চাল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তার হাত-মুখ ঝলসে যান। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শিল্পী আক্তার মারা যান। লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন।

শিল্পী আক্তার দুই সন্তানের জননী। তার স্বামী আব্দুল সাত্তার মতলব বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম