Logo
Logo
×

সারাদেশ

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পিটিয়ে জখম

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পিটিয়ে জখম

বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা বাজার এলাকায় বখাটেরা হামলা করে আনোয়ার মাতুব্বরকে পিটিয়ে মারাত্মক আহত করে।

আনোয়ার মাতুব্বর চরকালেখান ইউনিয়নের বড়কান্দি এলাকার বাসিন্দা। শুক্রবার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের হামলার শিকার হন। একই ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের কালাম ঘরামীর ছেলে নাঈম ঘরামী, রুস্তুম আলী সরদারের ছেলে খবির সরদারের নেতৃত্বে ৫-৬ জন বখাটে এ হামলা করে বলে অভিযোগ করেছেন আনোয়ার মাতুব্বর।

তিনি জানান, তার মেয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে টমটমচালক নাঈম ঘরামী প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পরে বিকাল ৪টার দিকে ওই মেয়ে তার নানার বাড়ি যাচ্ছিল। ছাত্রী মাস্তান বাজার এলাকায় পৌঁছলে টমটম (শ্যালো ইঞ্জিনচালিত মালবাহী যান) চালক নাঈম ঘরামী তার পথরোধ করে এবং হাত ধরে টানাহেঁচড়া করে। একপর্যায়ে ছাত্রী বখাটের হাত থেকে রক্ষা পেতে পার্শ্ববর্তী খালের মধ্যে ঝাঁপ দেয় এবং ডাকচিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে ছাত্রীকে উদ্ধার করেন। ওই সময় নাঈম ঘরামী টমটম চালিয়ে পালিয়ে যান।

ওই ঘটনায় আনোয়ার মাতুব্বর বিকালেই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করে বিচার দাবি করেন। বিচার দেওয়ার সংবাদ পেয়ে বখাটেরা বৃহস্পতিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে গলইভাঙা বাজার এলাকায় আনোয়ার মাতুব্বরের খোঁজ করে। বখাটেদের ভয়ে আনোয়ার মাতুব্বর শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন।

পরে প্রধান শিক্ষক বখাটেদের বিদ্যালয় হাজির হওয়ার জন্য নোটিশ করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। আনোয়ার মাতুব্বর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলইভাঙা স-মিল এলাকায় পৌঁছলে হামলা চালিয়ে মারাত্মক আহত করে। তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তার বাবা লিখিত অভিযোগ করেছেন। পরে তাদের নোটিশ করা হয়েছে। ছাত্রীর বাবাকে পিটিয়ে আহত করার বিষয়টি শুনেছি।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, উত্ত্যক্তের বিচার চাওয়ায় ছাত্রীর বাবাকে পিটিয়ে আহত করার বিষয়ে মোবাইল ফোনে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম