Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে যৌথ অভিযানে ১৮ জন গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম

রাজশাহীতে যৌথ অভিযানে ১৮ জন গ্রেফতার

রাজশাহী মহানগরীতে যৌথবাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেফতার হয়েছে; যার মধ্যে পরোয়ানাভুক্ত  ৮ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে।

এদিকে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন- অমিত হাসান (৩০), নূর মোহাম্মদ মারুফ (২৩), নাহিদা আক্তার শ্যামলী (৪২) ও মো. মাসেদুল হাসান সোহাগ (৩৫)।

আরএমপির গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী অমিত হাসান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া জোতমহেশ এলাকার মৃত আরিফের ছেলে, নূর মোহাম্মদ একই থানার রামচন্দ্রপুর মীরের চক এলাকার কবির হোসেনের ছেলে, নাহিদা আক্তার মতিহার থানার কাজলা বিলপাড়া এলাকার মাসাদুজ্জামান মাসুদের স্ত্রী এবং শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম