Logo
Logo
×

সারাদেশ

তুরাগ নদে মিলল যুবকের লাশ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর)প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

তুরাগ নদে মিলল যুবকের লাশ

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কামারপাড়া সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তির নাম ওলি (৪৩)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ওসমান পুর গ্রামের আব্দুল আউয়ালের  ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কামারপাড়া সেতুর নিচে নদের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌ-পুলিশের খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাশেম আলী বলেন, ‘মৃতের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় টঙ্গীর পশ্চিম থানায় একটি মামলা করা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম