
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:১৪ এএম

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

আরও পড়ুন
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের সবটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষের ১০ ঘণ্টার পর রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোকসেদুর রহমান ২৭৯ ভোট
পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল
কাশেম পেয়েছেন ১৩৭ ভোট। আর জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আনোয়ার হোসাইন
পেয়েছেন ১১৩ ভোট।
১৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী
আজাদ হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম
পেয়েছেন ১৮৩ ভোট। মাত্র তিন ভোটের ব্যবধানে জিতেছেন আজাদ হোসেন। সহসভাপতি পদে আব্দুল
জব্বার আলী ৩৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।
৩০৬ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক পদে জিতেছেন শাহনাজ পারভীন বাচ্চা। অর্থ
সম্পাদক পদে বিজয়ী ফারুক মোল্লা পেয়েছেন ৩৮১ ভোট। পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন
পেয়েছেন ৩৪৫ ভোট। ক্রীড়া সম্পাদক পদে বিজয়অ আরিফ হোসেন লিটন পেয়েছেন ৩৪১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য এ কে
এম কাইসার বলেন, ‘৬০৯ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’