Logo
Logo
×

সারাদেশ

রুশ তরুণীর হারানো মানিব্যাগ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

রুশ তরুণীর হারানো মানিব্যাগ উদ্ধার

কক্সবাজারে ভ্রমণে এসে মানিব্যাগ হারিয়ে বিপাকে পড়েছিলেন রাশিয়ার তরুণী মনিকা কবির। বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানান এ নারী। অবশেষে হারানোর দুদিন পরেই উদ্ধার হলো রুশ তরুণীর মানিব্যাগ, যা প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

ট্যুরিস্ট পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজার পর্যটন স্পট পরিদর্শনে বের হন মনিকা। এর জন্য একটি টমটমে উঠেন তিনি। এ সময় তার মানিব্যাগটি হারিয়ে যায়, যাতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী ছিল।

হতাশাগ্রস্ত মনিকা বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানায়। পরে পুলিশের একটি বিশেষ দল হারানো ব্যাগটি উদ্ধারে অভিযান চালায়। হারানো দুদিন বাদেই মানিব্যাগটি উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘রাশিয়ান তরুণী মনিকান হারানো ব্যাগ দুদিনের মধ্যেই উদ্ধার করা হয়। পরে সেটি মনিকার হাতে তুলে দেওয়া হয়।’

ট্যুরিস্ট পুলিশের আন্তরিকতায় মুগ্ধ মনিকা। হারানো মানিব্যাগ ফিরে পেয়ে খুশি তিনি। মনিকা বলেন, ‘বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশ সত্যিই অসাধারণ। আমি কৃতজ্ঞ। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে আমার হারানো জিনিস ফিরিয়ে দিয়েছে।’

ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মনিকা নিজ হাতে তার মানিব্যাগ বুঝে নিচ্ছেন।

এদিকে, বিদেশি নাগরিকের হারানো মানিব্যাগ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যুরিস্ট পুলিশের প্রশংসা করছে নেটিজেনরা। শামিম রহমান নামে একজন লেখেন, ‘স্যালুট পুলিশ বাহিনীকে। বিদেশি নাগরিকের কাছে দেশের সম্মান রক্ষায় এত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম