Logo
Logo
×

সারাদেশ

আদম ব্যবসায়ীর কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনতাই

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

আদম ব্যবসায়ীর কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের রাজৈরে হাসান শেখ (৩৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শংকরদী পাট্টাবুকা গ্রামে টেকেরহাট-শাখারপাড় সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একইদিন রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী হাসান উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে। তিনি লিবিয়ায় লোক পাঠান বলে জানা গেছে। তার দাবি, উপজেলার শংকরদী গ্রামের সোহেল শেখ তার দলবল নিয়ে এ ছিনতাই করেছে।

ভুক্তভোগী জানান, বুধবার রাতে ঢাকা থেকে ৬০ লাখ টাকা নিয়ে উমারখালীর বাড়িতে আসে হাসান। বৃহস্পতিবার দুপুরে টাকা নিয়ে যশোরের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। মোটরসাইকেলযোগে টেকেরহাট যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে সোহেল ও তার সহযোগীরা। অস্ত্রের ভয় দেখিয়ে হাসানের কাছে থাকা ৬০ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে পালিয়ে যায় তারা।

হাসানের চাচা নূর মোহাম্মদ শেখ বলেন, ‘সকালে ওরে (হাসান) একজন ফোন দিয়ে টাকা নিয়ে তাড়াতাড়ি আসতে বলে। দুজনকে সঙ্গে নিয়ে টেকেরহাটে যাচ্ছিল। টাকাগুলো গোনার সময় আমি (নূর মোহাম্মদ শেখ) সেখানে উপস্থিত ছিলাম।’ হাসানের বোন উর্মি আক্তার বলেন, ‘আমার ভাই (হাসান) গাড়ির ব্যবসার টাকা লেনদেন করে। এছাড়া বাজে কোন কিছু করে না।’

ভুক্তভোগী হাসান শেখ বলেন, ‘আমার দুই ভাই ইতালি থেকে ঢাকায় আমার ভাগিনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। সেই টাকার সঙ্গে ভাগিনার কাছ থেকে কিছু ধার আনছিলাম। বুধবার রাতে ঢাকা থেকে ৬০ লাখ নিয়ে বাড়ি এনে রাখছিলাম। বৃহস্পতিবার টাকাগুলো নিয়ে মাহিন্দ্র গাড়ি (ট্রাক্টর) কেনার জন্য যশোর যাওয়ার উদ্দেশে বের হয়েছিলাম। এ সময় আমার ব্যবসায়ী পার্টনার শের আলীসহ ইমন নামে আরেকজন ছিল। শংকরদী গ্রামের গলাকাটা মজিবরের ছেলে সোহেল ও তার লোকজন রাস্তা থেকে সব টাকা ছিনতাই করে নিয়ে গেছে।’

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন কিছু বলা যাচ্ছে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম