
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:১৪ এএম

পটুয়াখালী জেলা প্রতিনিধি (দক্ষিণ)
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

আরও পড়ুন
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি পদের মধ্যে সবগুলোতেই জিতেছে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের সদস্যরা। কোনো পদে জিততে পারেনি জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল প্যানেল। আর এ নির্বাচনে অংশই নেয়নি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে নির্বাচনের
ভোটগ্রহণ। জেলা আইনজীবী সমিতি ভবন ও লাইব্রেরি ভবনে দ্বিতীয় তলায় ভোট গ্রহণ চলে। রাত
সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মহসিন উদ্দিন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৬৭ ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোটাধিকার প্রয়োগ
করেন বলে জানান নির্বাচন কমিশনার।
২২১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে হুমায়ুন কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
জামায়াতপন্থি আইনজীবী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান পেয়েছেন ১৩৭
ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।
২৩৯ ভোট পেয়ে সহষবাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী ফোরমের মিজানুর রহমান
পিকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান পেয়েছেন ১২৮ ভোট। সহসাধারণ সম্পাদকের দুটি পদে জিতেছে হুমায়ুন কবির
ও আশিকুর রহমান তুষার। তারা যথাক্রমে পেয়েছে ১৯৩ ও ২৬২ ভোট।